অনিকদের জন্য উদ্যোগ’র পক্ষ থেকে পাটকেলঘাটার চা বিক্রেতা শিশুকে সহযোগিতা প্রদান

সাক্ষীরার পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র চাঁ বিক্রেতা শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর শিশুটির ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। ইতোমধ্যে তার সহযোগিতায় হাত বড়িয়েছেন বিভিন্ন সমাজিক ও রাজনৈতিক সংগঠন। সংবাদটি দেখে বসে থাকতে পারেনি সাতক্ষীরা-১ (তালা -কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
তিনি তার পুত্রের নামের সংগঠন “অনিকদের জন্য উদ্যোগ” এর পক্ষ থেকে ঐ শিশুটি ও তাঁর মাকে পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেকে নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি বলেন, আজ থেকে ঐ বাচ্চাটি সমস্ত লেখাপড়ার খরচ স্কুল কর্তৃপক্ষ বহন করবেন। তাছাড়া যেকোন সমস্যায় তাকে অবহিত করার জন্য বলেন তিনি।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, এমপি পত্নী নাসরিন খানম লিপি, ব্যবসায়ী আব্দুর রব পলাশ সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও তালা উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।