তালায় জালালপুর ইউনিয়নে এক যুবককে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, তালা(সাতক্ষীরা):
সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নে বিশ্বনাথ দাস নামের এক যুবককে পিটিয়ে আহত করার ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে আয়ুব আলী মোড়ল (৪৫) নামের ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে । সে মৃত সৈয়দ আলী মোড়লের ছেলে।
অভিযোগে জানাযায়, ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে জালালপুর গ্রামের জনৈক মোহাম্মদ আলী মোড়ল ও তার ছেলেরা বৃহস্পতিবার রাত ৯ টার দিকে শ্রীমন্ত কাটি গ্রামের সিদাম দাসের ছেলে বিশ্ব নাথ ঘেরে অবস্থানকালে মোহাম্মদ আলী ও তার দু’ছেলে ইমরান মোড়ল (৩৫) ও কামরান মোড়ল (৩২) ঘেরে গিয়ে আকষ্মিক তার উপর হামলা চালিয়ে বেদম মারপিট করে।

রবিবার সকালে জালালপুর গ্রামে মাধব দাসের জমিতে পাশে মোহাম্মদ আলী ও তার দু’ছেলে ইমরান মোড়ল ও কামরান মোড়ল আকষ্মিক আয়ুব আলী মোড়ল উপর হামলা চালিয়ে বেদম মারপিট করে।
এসময় তার আত্মচিৎকারে পার্শ্ববর্তী এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
এব্যাপারে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান,বিষয়টি তিনি শুনেছেন। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার