সাতক্ষীরা সদর থানায় ১৫ চোরাচালানির আত্মসমর্পন: স্বাভাবিক জীবনের অঙ্গিকার প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০ | আপডেট: ২:৪২:অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০ নিজস্ব প্রতিবেদক: “আর নয় চোরাচালান”। এবার স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গিকার নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পন করেছেন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের ১৫ জন চোরাচালানি। তারা দীর্ঘদিন ধরে চোরাচালানের সাথে জড়িত থেকে বাংলাদেশের পণ্য ভারতে এবং ভারতের পণ্য বাংলাদেশে পাচার করে আসছিলেন। এক বা একাধিক সিন্ডিকেট করে তারা চোরাচালানে নিজেদের জড়িয়ে রেখেছিলেন। চোরাচালানে ঘৃণা ছুড়ে দিয়ে এখন থেকে তারা ভিন্ন কর্মসংস্থান বেছে নেবেন বলে জানিয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, তারা নিজেদের উপলব্ধি এবং পুলিশের আহবানে আজ শনিবার সদর থানা চত্বরে এসে আত্মসমর্পন করেন। তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় তারা লিখিত অঙ্গিকার করেন। তিনি জানান তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলি দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হবে। আত্মসমর্পনকারীরা হলেন, গোবিন্দকাটি গ্রামের জামাল হোসেন, মনিরুল ইসলাম মনি,মো. আলাউদ্দিন , ফারুক হোসেন, বাবলুর রহমান, আলি হোসেন , শহিদ হোসেন, কামরুজ্জামান রানা, মফিজুল ইসলাম, জিয়ারুল ইসলাম, মিজানুর টিক্কা, শাহিন, আজিজ ও আজিজার রহমান। সুন্দরবনটাইমস.কম/ডেক্স আর নয় চোরাচালানচোরাকারবারির আত্মসমর্পনচোরাচালানির আত্মসমর্পন সংবাদটি ২৮১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৫ সেনাসদস্য আহত গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল