তালায় খালে মিললো বৃদ্ধার লাশ প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯ | আপডেট: ৬:২৭:অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯ ডেক্স রিপোর্ট: সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদ সংলগ্ন টিআরএম এর খাল থেকে মরিয়াম বিবি (৮৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার বালিয়া গ্রামের মৃত জরিপ মোড়লের স্ত্রী। শনিবার (২১ ডিসেম্বর) বিকালে উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া এলাকার একটি খালে তার লাশ পাওয়া যায়। এলাকাবাসী ও থানা সুত্রে জানাযায়, শুক্রবার সন্ধ্যায় আত্বীয়ের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন মরিয়াম বিবি। পরে তার কোন খোঁজ পাওয়া যায়নি। শনিবার দুপুরে এলাকাবাসী তার বাড়ির সামনে টিআরএম খালে লাশটি দেখতে পেয়ে পুলিশেকে অবহিত করে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে আর ডাঙ্গায় উঠতে না পারায় তার মৃত্যু হয়। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা সংবাদটি ২১৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত