তালায় কিশোর রিফাত ৪ ধরে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, তালা:
সাতক্ষীরার তালা উপজেলার হরিহরনগর গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে রিফাত হাসান (১৫) নামের এক কিশোর গত ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১৩ অক্টোবর রিফাত তালা সদরের নিজ খালার বাড়ীতে এসে সেখান থেকে নিজ বাড়ী হরিহরনগরে যাওয়া জন্য বের হয়। তবে এখন পর্যন্ত আর বাড়ী ফেরেনি। রিফাত স্থানীয় এইচএমএস মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। এদিকে গত ৪ দিনেও তার কোন খোঁজ না পেয়ে স্বজনরা সম্ভাব্য সব জায়গায় ব্যাপক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাননি। যদি কোন সুহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পান অনুগ্রহ করে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল-শামসুল হক মোড়ল ০১৭১৮-৯২৭৭৬০। এঘটনায় তালা থানার ওসি মেহেদী রাসেল জানান,ঘটনাটি শুনেছি,তবে অভিযোগ পাইনি অভিযোগ পাইলে তদন্ত করা হবে ।

সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা/সাতক্ষীরা