তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৫ | আপডেট: ৯:১৪:অপরাহ্ণ, জুন ১৫, ২০২৫ তালার ধানদিয়া ইউনিয়নের মডেল স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মচারীদের সাথে পরিদর্শনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব কামাল হোসেন। চলতি বছর পবিত্র ঈদ-উল আযহার দীর্ঘ ১০দিনের ছুটির কবলে পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, আর্থিক এবং সেবামূলক প্রতিষ্ঠান। কিন্তু তৃণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা এবং মা ও শিশু স্বাস্থ্যের উপর দীর্ঘ ছুটির কোন প্রভাব যাতে না পড়ে এজন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এবং খুলনা বিভাগীয় পরিচালকের পক্ষ থেকে ছুটিকালীন পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেই নির্দেশনা মোতাবেক পবিত্র ঈদ-উল-আযহার দীর্ঘ ছুটিতে সাতক্ষীরার তালা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অধীনস্থ ইউনিয়ন পর্যায়ে অবস্থিত ৯টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান করা হয়। তালার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমূহে ছুটিকালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়। খোঁজ নিয়ে জানা যায় এসময় উপজেলার বিভিন্ন সেবা কেন্দ্রে নরমাল ডেলিভারি সেবা প্রদান করা হয় ৫ জনকে। এছাড়া, গর্ভবতী সেবা ১২৭ জন, প্রসবোত্তর সেবা ১৫ জন, শিশু স্বাস্থ্য সেবা ১২৭ জন, ইনজেকশন সেবা ১০ জন, খাবার বড়ি আপন ২ জন, আইইউডি সেবা ৩ জন এবং সাধারণ রোগীর সেবা ৪১৪ জনকে প্রদান করা হয়। ঈদের ছুটির মধ্যে গত ১১ জুন (বুধবার) তালার ধানদিয়া পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব কামাল হোসেন। এ সময় ধানদিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম, সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার জনাব শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক ইমামুল ইসলাম, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বীথিকা পাল,পরিবার কল্যাণ পরিদর্শিকা ফতেমা জোহরা সহ সংশ্লিষ্ট অন্যান্য সকলেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ধানদিয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবাগ্রহীতাদের আগমন-প্রস্থানের সুবিধার্থে, সুদৃশ্য একমুখী (দৈর্ঘ্য ২০০ ফুট, প্রস্হ ৭ ফুট, মোট ১৪০০ বর্গফুটের) নতুন পাকা রাস্তা নির্মাণ করে দিয়েছেন। ধানদিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম। বার্তা প্রেরক/মোঃ ইমামুল ইসলাম/পরিবার পরিকল্পনা পরিদর্শক/ধানদিয়া ইউনিয়ন।, তালা, সাতক্ষীরা। সংবাদটি ২৮২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত