সুন্দরবনের নদীতে বিষ দিয়ে ধরার অভিযোগে ৯০কেজি চিংড়ি জব্দ প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৩ | আপডেট: ৭:১৬:অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৩ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নদীতে বিষ দিয়ে ধরার অভিযোগে ৯০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে কোবাতক বনস্টেশন অফিসের সদস্যরা। মঙ্গলবার (২৫ জুলাই) ভোর ৫টার দিকে কোবাতক বনস্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা গহীন সুন্দরবনের আন্দারমানিক খালে অভিযান চালিয়ে সরঞ্জামসহ ৯০ কেজি চিংড়ি মাছ জব্দ করে। তবে, এসময় অভিযানের খবর আগাম টের পেয়ে সংঘবন্ধ জেলের দল মালামল ফেলে সুন্দরবনে পালিয়ে যায়। ঘটনাস্থলে ২টি নৌকা জব্দ করে আভিযানিক দল। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত চিংড়ি মাছ মাটিতে পুতে ফেলা হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি ২০৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন