সাতক্ষীরায় স্কুলের পিকনিকে গিয়ে প্রাণ হারিয়েছে দশম শ্রেণির এক স্কুলছাত্র

সাতক্ষীরা সদরে স্কুলের পিকনিকে গিয়ে প্রাণ হারিয়েছে দশম শ্রেণির স্কুলছাত্র। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর ভাঙা গোলচত্বর থেকে নিচে পড়ে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র সৈকত হোসেন সাতক্ষীরা সদরের আখড়াখোলা গ্রামের গফফার মোড়লের ছেলে। বল্লী মহিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলুজ্জামান জানান, সকালে স্কুলের ৩০০ ছাত্র-ছাত্রী একত্রে পিকনিকে আসি। গোপালগঞ্জ ও ফরিদপুরের ভাঙা গোলচত্বর আমাদের পিকনিকের নির্ধারিত স্থান ছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তারা সবাই পিকনিক বাসে ওঠার জন্য মিলিত হই। কিন্তু গোলচত্বরের রেলিংয়ে লাফ দিয়ে উঠতে গিয়ে বাইপাস সড়ক থেকে ১৫-২০ ফুট নিচের পড়ে যায় সৈকত। আমাদের সকলের সামনেই ঘটনাটি ঘটেছে। তাৎক্ষণিক উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করে।
এসজি/ডেক্স