সাগরে মাছ ধরতে গিয়ে বিএসএফের হাতে আটক: দেশে ফিরলেন ৮৮ জেলে প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২২ | আপডেট: ২:৪৭:অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২২ সাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফের) হাতে আটক হয়ে ৫ পাঁচ মাস কারাভোগের পর দেশে ফিরেছেন ৮৮ বাংলাদেশি জেলে। রাতেই তাদেরকে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন কালিন্দি নদীতে পতাকা বৈঠকের মাধ্যমে দুটি ফিশিং ট্রলারসহ এসব জেলেকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ সদস্যরা। বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের কৈখালী কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মফিজ মিয়া জানান, এসব জেলে গত ফেব্রুয়ারি মাসে সাগরে মাছ শিকারে যান। এক পর্যায়ে ঘন কুয়াশার কারণে পথ হারিয়ে তারা ভারতীয় সীমান্তে প্রবেশ করায় বিএসএফ তাদেরকে আটক করে। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এসব জেলেকে ভারতীয় কারাগারে পাঠানো হয়। বিজিবি সূত্র জানায়, দীর্ঘদিন কারাভোগকারী এসব বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক হয়। পরবর্তী পদক্ষেপ হিসেবে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় কারাগারে বন্দি ৮৮ জেলেকে সোমবার সন্ধ্যায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। রাতেই তাদেরকে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি ১৫৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়ায় শিশু কন্যাকে গলা কেটে হত্যা করলো পাষণ্ড মা পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত