তালায় দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, মে ২৭, ২০২২ | আপডেট: ৭:৩৮:অপরাহ্ণ, মে ২৭, ২০২২ তালায় দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। সাতক্ষীরা তালায় ইসলামকাটি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের উদ্যোগে দলিল লেখকগণের স্বচ্ছাতা, জবাবদিহিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার তালার ইসলামকাটি সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা ইসলামকাটি সাব- রেজিস্ট্রার মোঃ মইনুল হক। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস,সাতক্ষীরা সদর সাব- রেজিস্ট্রার মো. মশিউর রহমান ও ইসলামকাটি সাব- রেজিস্ট্রার মোঃ মইনুল হক। এ সময় অত্র অফিসের কর্মকর্তা-কর্মচারী,দলিল লেখকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। এ কর্মশালায় দলিল লেখায় আরো কিভাবে দক্ষতাবৃদ্ধিসহ স্বচ্ছতার সাথে লেখা যায়, সেসব বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নিদের্শনা দেওয়া হয়। সংবাদটি ২৬৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত