সাতক্ষীরায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২২ | আপডেট: ৬:১৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২২

সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ৫জনসহ ৬ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সাতক্ষীরা জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে বিভিন্ন সময় তারা হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ও সকালে মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৮১৯ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৯১ জন।

 

ডা. জয়ন্ত কুমার সরকার আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১৪৬ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২৪ জন। এতে শনাক্তের হার ১৬ দশমিক ৪৪ শতাংশ। জেলায় বর্তমানে ৫৭১ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৫৫৮ জন বাড়িতে ও বাকী ১৩ জন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুসেইন শাফায়েত জানান, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি সকলকে মাস্ক পরার আহবান জানান।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স