ডুমুরিয়ায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের আয়োজন প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২ | আপডেট: ৪:২৪:অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২ ডুমুরিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মঙ্গলবার ও বুধবার শীতকালীন প্রশিক্ষণ মহড়া উপলক্ষে দুঃস্থ মানুষের জন্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের আয়োজন এবং সেনা প্রধানের আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার খর্ণিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে সকাল ৯টা হতে এ চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুরু করা হবে। বাংলাদেশ সেনা বাহিনীর ৭পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ডুমুরিয়া ও তৎসংলগ্ন এলাকার দুঃস্থ মানুষদেরকে সেনাবাহিনীর চর্ম, শিশু, ধাত্রী, মেডিসিন ও অন্যান বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া ৫ জানুয়ারী ডুমুরিয়ার চুকনগরে সেনাবাহিনীর প্রধানের আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সেনাবাহিনী। সংবাদটি ৩৫০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়