ডুমুরিয়ার মাদক সম্রাট ইব্রাহিম র্যাবের খাঁচায় বন্দী প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২১ | আপডেট: ৯:২৪:পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২১ ডুমুরিয়ার মাদক সম্রাট ও একাধিক মামলার আসামী ইব্রাহিম হোসেন সরদারকে গ্রেফতার করেছে র্যাব- ৬। মঙ্গলবার বিকেলে বুড়ুলিয়া ব্রীজের মাথা নামক স্থান থেকে তাকে গাজাসহ গ্রেফতার করা হয়। র্যাব সুত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার রোস্তমপুর গ্রামের এবাদ আলী সরদারের পুত্র এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইব্রাহিম হোসেন সরদার(৩০) প্রতিদিনের ন্যায় গাজা বিক্রয়ের সময় ডুমুরিয়া ও কেশবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা বুড়ুলিয়া ব্রীজের মাথা নামক স্থান থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দুই টুপলা গাজা, একটি এ্যাপাসি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়। সংবাদটি ২৯৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়