টাটা ক্রপ কেয়ার কোম্পানীর পণ্য বিপণনে প্রাণ গ্রুপ’র সঙ্গে চুক্তি স্বাক্ষর প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২১ | আপডেট: ৯:০৭:পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২১ টাটা ক্রপ কেয়ার কোম্পানীর সাথে প্রাণ গ্রুপের চুক্তি সাক্ষরিত হওয়ায় কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। সোমবার(৪ অক্টোবার) বিকাল ৩টায় ঢাকার বাড্ডায় প্রাণ ও আরএফএল গ্রুপের সাথে ফসল পরিচর্যার ব্যবসার সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিঃ ইলাশ মির্ধা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নির্বাহী পরিচালক মিঃ নাসির আহমেদ, পিএবিএল এর(সিওও) প্রধান পরিচালন কর্মকর্তা মোঃ মহাতাব উদ্দীন। এ সময় টাটা ক্রপ কেয়ার কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর কেশব সাধুর সাথে এ চুক্তি সাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী টাটা ক্রপ কেয়ারের যাবতীয় উৎপাদিত কৃষি পণ্য সারা বাংলাদেশে বিপণন করবে প্রাণ গ্রুপ। এ বিষয়ে টাটা ক্রপ কেয়ার কোম্পানীর এমডি কেশব কুমার সাধু সাংবাদিকদের জানান, ব্যবসায়ী এ চুক্তি কেবলমাত্র টাটা ক্রপের ভাগ্য উন্নয়ন নয়, এলাকার বেকারত্ব দুরীকরণে এক মাইলফলক হিসেবে কাজ করবে এ চুক্তি। দেশের বৃহৎ কোম্পানী প্রাণ ও আরএফএল গ্রুপ টাটা ক্রপ কেয়ার কোম্পানীর পণ্য বিপণনে এগিয়ে আসায় উদ্যোগ জীবনের সফলতার সিঁড়ি শুরু হয়েছে। হাজার মানুষ এ কোম্পানীর সাথে যুক্ত হয়ে দেশ তথা গ্রামীণ অর্থনীতি উন্নয়নে অধিক ফসল উৎপাদন করে খাদ্যে সয়ংসম্পূর্ণ নির্ভর হবে বাংলাদেশ। এমনটায় প্রত্যাশা সাতক্ষীরার তরুণ উদ্যোক্তা কেশব সাধু। টাটা ক্রপ কেয়ার কোম্পানী সংবাদটি ১০৯৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত পাটকেলঘাটা আল-আমিন ফাযিল মাদ্রাসার ৪০বছর পূর্তি পুনর্মিলনী