ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২১ | আপডেট: ৫:৪৬:অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২১ খুলনার ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আলী ফকির নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। সে ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মোঃ রজব আলীর পুত্র। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে ধানে পানি দেওয়ার জন্য আলী ফকির পার্শ্ববর্তী তার বোরিং- এ গিয়ে সেচ লাইনের মোটর চালাতে যায়। এ সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে টিউবওয়েলে বিদ্যুৎ সংযোগ লেগে যায়। টিউবওয়েলের পানি তোলার জন্য হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্টে তিনি মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিকাল ৪ টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। সংবাদটি ৩৭২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়