সাতক্ষীরায় ঢিলে-ঢালাভাবে পালিত কঠোর লকডাউনের প্রথম দিন প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২১ | আপডেট: ৮:৫৬:অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২১ সাতক্ষীরায় ঢিলে-ঢালাভাবে পালিত হচ্ছে কঠোর লকডাউনের প্রথম দিন। জেলা শহরের প্রধান প্রধান সড়কে পুলিশের উপস্থিতি দেখা গেলেও অন্যান্য সড়কে প্রশাসনিক তৎপরতা একেবারেই নেই। ফলে শহর ও গ্রামাঞ্চলের হাট-বাজারগুলোতে প্রচুর জনসমাগম লক্ষ্য করা গেছে। সড়কে চলাচল করছে প্রায় সবধরণের যানবাহন। মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। খোলা রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, লকডাউন বাস্তবায়নে সর্বসাধারনকে সরকারের দেয়া বিধি নিষেধ মেনে চলার আহবান জানান। সংবাদটি ২০৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়ায় শিশু কন্যাকে গলা কেটে হত্যা করলো পাষণ্ড মা পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত