সাতক্ষীরা সীমান্তে দুই ভারতীয় সহ ১১ জন আটক প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুন ১৮, ২০২১ | আপডেট: ৮:০৭:অপরাহ্ণ, জুন ১৮, ২০২১ ভারত থেকে বিনা পাসপোর্টে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরার তলুইগাছা ও কুশখালী সীমান্তে ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। তাদের মধ্যে ভারতীয় নাগরিক আফতাব মোল্লা ও তার শিশু সন্তান রুহিনীকে বিএসএফ এর হাতে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত অন্য ৫ নারী হলেন চুয়াডাঙার ঝর্না বেগম, খুলনার রিজিয়া খাতুন, কিশোরগঞ্জের খাদিজা খাতুন, খুলনার কৃষ্ণা শীল ও খুলনার লাভলী বেগম। তাদের সাথে রয়েছে নাইমা ইসলাম ও ইয়াসমিন জাহান নামের দুটি শিশু। এছাড়া আরও রয়েছেন সাতক্ষীরার কলারোয়ার সুমন মিয়া ও খুলনার ইয়াসিন সানা। বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, তারা পাসপোর্ট ছাড়াই ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে আসছিল। আটক দুই ভারতীয় নাগরিককে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়েছে। অপর ৯ জনকে প্রশাসনিক ব্যবস্থাপনায় সাতক্ষীরার পদ্মশাখরা ও কলারোয়ার সোনাবাড়িয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এস/জি সংবাদটি ২২৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন