তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন টেস্ট কার্যক্রম উদ্বোধন প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২১ | আপডেট: ১১:১৬:পূর্বাহ্ণ, জুন ৯, ২০২১ মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বল্প সময় ও খরচে র্যাপিড এন্টিজেন টেস্ট এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন টেস্ট এর কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য এ্যাড: মোস্তফা লুৎফুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তারিফ উল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব ঘোষ সনৎ কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সরদার, আবাসিক মেডিকেল অফিসার ডা: মোঃ আব্দুল্লাহ আল আমিন সোহান, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা: শাহরিয়ার আল মেহেদী সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:রাজীব সরদার জানান, সাতক্ষীরা জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সোমবার(৮ই জুন) করোনার স্যাম্পল কালেকশন করা হয়েছে ১৭জনের আক্রান্ত ০৯ জন। ১-৮ জুন পর্যন্ত স্যাম্পল কালেকশন করা হয়েছে ৪০ জনের। আক্রান্ত হয়েছেন ৩০ জন। এ যাবত পর্যন্ত তালা উপজেলায় মোট স্যাম্পল কালেকশন করা হয়েছে ৭৪০ জনের, আক্রান্ত হয়েছে ২০০ জন, মৃত্যুবরণ করেন ৫ জন। সংবাদটি ২৮৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত