ডুমুরিয়ায় ভ্যান চুরির অপরাধে গণধোলাইয়ে চোরের মৃত্যু প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, মে ২৫, ২০২১ | আপডেট: ১:২৭:অপরাহ্ণ, মে ২৫, ২০২১ ডুমুরিয়ায় ভ্যান চুরির অপরাধে চোরকে গণধোলাইয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহত মো. হাফিজুর রহমান গাজী (৪৫) খুলনার ডুমুরিয়া উপজেলার টিপনা গ্রামের মো. আলতাফ হোসেন গাজীর ছেলে। সোমবার (২৪ মে) গভীর রাতে টিপনা গ্রামের আজিত গাজীর ভ্যান চুরি করে নিয়ে যাওয়ায় পথে বরুনা বাজারে ধরা পড়ে। জানা যায়, এলাকার লোকজন চোর হাফিজুরকে মারধর করে এবং পা ভেঙ্গে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে টিপনা বালিয়াখালী ব্রীজের পূর্ব পাশে হাবিবুল্লা গাজীর চার দোকানের সামনে ফেলে রেখে যায়। এসময় তাকে ইউ পি মেম্বার মহসিন ও চোর হাফিজুর রহমান গাজী ভাই মফিজুল ইসলাম গাজী সকালে তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সকাল সাড়ে ৮টায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় ওসি ওবাইদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান , হাফিজুর রহমান রাতে ভ্যান চুরি করে নিয়ে যাওয়ার পথে বরুনা বাজারে ধরা পড়লে তাকে গণধোলাই দিয়ে হাবিবুল্লা গাজীর দোকানে রেখে যায়। এ ঘটনায় ডুমুরিয়া থানায় পুলিশ লাশটির সুরুত হাল রিপোর্ট তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। সংবাদটি ২৩১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়