সাত দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, জুন ৯, ২০১৯ | আপডেট: ১২:৪৬:অপরাহ্ণ, জুন ৯, ২০১৯ সাতক্ষীরা সংবাদদাতা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা সাত দিন বন্ধ থাকার পর আজ রবিবার সকাল থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এদিকে, পণ্য বাহী ভারতীয় ট্রাক ভোমরা স্থল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। ভোমরা সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ২ জুন রবিবার থেকে ৮ জুন শনিবার পর্যন্ত টানা ৭ দিন বন্ধ থাকার পর আজ রবিবার সকাল থেকে আবারও শুরু হয়েছে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারি কমিশনার নিয়ামুল হাসান জানান, গত ৭ দিন আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতোয়াত করেছেন। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরভোমরা স্থলবন্দর কার্যক্রম শুরুসাতক্ষীরা ভোমরা স্থলবন্দর সংবাদটি ৩১০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়ায় শিশু কন্যাকে গলা কেটে হত্যা করলো পাষণ্ড মা পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত