সাতক্ষীরার ১৫টি গ্রামে আজ ঈদুল ফিতর উদযাপন প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, জুন ৪, ২০১৯ | আপডেট: ১১:০৬:পূর্বাহ্ণ, জুন ৪, ২০১৯ সাতক্ষীরা সংবাদদাতা: সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার সদর ও তালা উপজেলায় বাউখোলা,সাতানি,ভাদড়া ইসলামকাটিসহ জেলার ১৫টি গ্রামের কিছু সংখ্যক মানুষ ঈদুল ফিতর উদযাপন করছে। মঙ্গলবার সকাল ৮টায় বাউখোলা জামে মসজিদে অনুষ্ঠিত ঈদের নামাজে খুলনার ডুমুরিয়া ও কয়রা উপজেলার কয়েকটি গ্রামের মানুষসহ জেলার কমপক্ষে ১৫টি গ্রামের মুসল্লিরা অংশ নেন। জামায়াতে মহিলারাও অংশগ্রহন করেন। মাওলানা মহব্বত আলী নামাজের ইমামতি করেন। সৌদি আরবের সাথে মিল রেখে এসব মুসলিম ব্যক্তিবর্গ রোজা রাখেন ও ঈদ উযপাপন করেন। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা আগাম পবিত্র ঈদুল ফিতর পালনঈদ-উল-ফিতরের জামাতঈদুল ফিতরের আগাম জামাত অনুষ্ঠিত সংবাদটি ৩১৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব