পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় সংবাদকর্মী নিহত প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০ | আপডেট: ৯:১৫:অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার বাইগুনি মোড় নামক স্থানে সড়ক দূর্ঘটনায় এবিএম মহিদুল ইসলাম(৩৫) নামে এক সাংবাদকর্মী নিহত হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে রবিবার(৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। নিহত সাংবাদকর্মী সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার মাজেদ বিশ্বাসের ছেলে। সে সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ঐ সংবাদকর্মী পাটকেলঘাটা থেকে মোটর সাইকেল যোগে(সাতক্ষীরা-হ ১৬-০০৬২) সাতক্ষীরার দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কের বাইগুনি নামকস্থানে আসলে খুলনাগামী মাছবাহী পিকআপ তাঁকে সামনে থেকে ধাক্কা দিলে রাস্তার উপরেই মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে এবং মোটর সাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে। সড়ক দূর্ঘটনায় নিহত সংবাদটি ১৭৯৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত পাটকেলঘাটা আল-আমিন ফাযিল মাদ্রাসার ৪০বছর পূর্তি পুনর্মিলনী