মা হারা শিশুর পাশে দাঁড়ালেন পাটকেলঘাটার ব্যবসায়ী রূপায়ন প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০ | আপডেট: ৮:৫৪:অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০ “মানবতার সেবায় আমরা সবাই” নামের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে ৪ মাস বয়সী শিশু হিরার মানবিক সাহায্যের আবেদন চেয়ে পোষ্ট করেন মশিউর রহমান। মুহুর্তে সেই পোষ্ট নজরে আসে পাটকেলঘাটার রীনা টেলিকমের সত্বাধিকারী রূপায়ন হাজরার। তিনি তাৎক্ষনিক শিশুর খোঁজ খবর নেওয়া শুরু করেন। মঙ্গলবার(১ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি শিশুর গ্রামের বাড়ি তালার সুভাষিনী গ্রামে উপস্থিত হয়ে পোশাক ও শিশু খাদ্য তুলে দেন। এ সময় তিনি বলেন, আমি পোষ্টটি দেখে খুবই কষ্ট অনুভব করি, তাই আমি যতুটুকু সম্ভব মা হারা শিশুটির পাশে দাড়িয়েছি । আমি মনে করি সমাজের প্রতিটি বিত্তবান মানুষদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। শিশু হিরার নানা আরশাফ আলী জানান, গত ৪ মাস আগে বাচ্ছা প্রসব করতে গিয়ে আমার মেয়ে ইরানী বেগম চুকনগরের হালিমা ক্লিনিকে মারা যায়। তারপর থেকে মা হারা শিশুটি আমাদের কাছে অতিকষ্টে বড় হচ্ছে। আমরা খুবই দরিদ্র মানুষ, সংসারে নুন আনতে পানতা ফুরায়। বাচ্ছাটার খাদ্য ঠিকমত জোগাড় করতে পারিনা। আপনারা আমাদের বিপদে পাশে এসে দাঁড়িয়েছেন, আমি চিরকৃতজ্ঞ হয়ে রইলাম। এসময় সেখানে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটার সন্তান মাদরিপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক(টি.আই) মনিরুজ্জামান, মশিউর রহমান, অমিত কুমার, কিশোর কুমার সহ অনেকে। সংবাদটি ৮০৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত পাটকেলঘাটা আল-আমিন ফাযিল মাদ্রাসার ৪০বছর পূর্তি পুনর্মিলনী