পাইকগাছায় অজ্ঞাত রোগে আক্রান্ত জাহিদ প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, মে ১৬, ২০১৯ | আপডেট: ৯:৪৭:অপরাহ্ণ, মে ১৬, ২০১৯ পাইকগাছা(খুলনা) সংবাদদাতা: খুলনার পাইকগাছার রাড়–লী গ্রামের মৃত আমির আলী মোড়লের ছেলে জাহিদ হোসাইন (৪০)। ৭ বছর বয়সে সে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়। যদিও ডাক্তার নাম দিয়েছে ব্লাড টিউমার। রোগের শুরুতে তার বাম হাটুতে ব্যাথা ও কামড় অনুভব করত। কঠিন যন্ত্রণা সহ্য করতে না পেরে ডাক্তারের কাছে গেলে তাকে অপারেশনের পরামর্শ দেন। ১৮ বছর পূর্বে ঢাকা পিজি ও ঢাকা মেডিকেল কলেজ থেকে তার হাটুতে ৪বার অপারেশন করা হয়। কয়েক বছর যেতে না যেতেই পায়ের আঙ্গুল থেকে হাটু পর্যন্ত অস্বাভাবিক মাংস বৃদ্ধি পায়। যা অজ্ঞাত রোগে পরিণত হয়েছে। পিতার রেখে যাওয়া জায়গা-জমি বিক্রি করে চিকিৎসা খরচ বহন করায় বর্তমান সে অসহায় জীবন যাপন করছে। সহায় সম্বল বলতে বর্তমানে রয়েছে মাত্র ১০ শতক জমি। ২০১২ সালের ৩ এপ্রিল ঢাকা থেকে তার একমাত্র ৪ বছরের শিশু পারভেজ হারিয়ে যায়। ঐ বছরেই শিশু সন্তান হারিয়ে যাওয়ার কারণে স্ত্রী আমেনা বেগম তাকে ছেড়ে চলে যায়। বর্তমানে সে মানবেতর জীবন যাপন করছে। অসহায় জাহিদের চিকিৎসা খরচ না থাকায় সে আর্থিক সাহায্যের জন্য সমাজের বিত্তশালীদের সহযোগিতা কামনা করেছেন। তার ডাচবাংলা মোবাইল ব্যাংক এজেন্ট হিসাব নং- ৭০১৩৭৬১৯৪, বিকাশ নং- ০১৭৯১-৯৯৪৬৫৮। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা অজানা রোগঅজ্ঞাত রোগে আক্রান্ত পাইকগাছার জাহিদঢাকা মেডিকেল কলেজ সংবাদটি ৩৩৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে গো-খাদ্যের তীব্র সংকট, দিশেহারা খামারিরা তালার কপোতাক্ষ নদীর চর থেকে এক নারীর মরদেহ উদ্ধার