সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২০ | আপডেট: ১২:৩৬:অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২০ জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশনে হালিমা বেগম (৮০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে, সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্তত ৮৫ জন। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান,গেলো রাত সাড়ে ১১ টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ব্যক্তি হলেন-জেলার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের নুর মোহাম্মাদের স্ত্রী হালিম বেগম। ডা. মানস কুমার মণ্ডল জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গত ১৬ জুলাই সকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন হালিমা বেগম । সেখানে দেড় মাস চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় তিনি মারা যান। স্বাস্থ্য বিধি মেনে তাদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুকরোনা ভাইরাস সংবাদটি ৪৭১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন