পাটকেলঘাটায় আরো দুই জনের শরীরে করোনা শনাক্ত: বাড়ী লকডাউন

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা এলাকায় আরো দুই জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তারা হলেন, খুলনা জেলার কয়রা থানার বগা গ্রামের মৃত সুশান্ত শেখর বিশ্বাসের পুত্র সাগর কুমার বিশ্বাস(২৯) ও ডুমুরিয়া থানার কালিকাপুর গ্রামের প্রশান্ত দাসের পুত্র উত্তম কুমার দাস(২৯)। বর্তমানে তারা পাটকেলঘাটা থানা সদরের ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার দোকানের পার্শ্বে খাইরুল ইসলামের এস কটেজ নামক বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে রয়েছেন।

সূত্রে জানা গেছে, শুক্রবার(১৪ আগষ্ট) রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসায় সংক্রমণ প্রতিরোধে পাটকেলঘাটা থানা কুইক রেসপন্স টিম তাদের বসতবাড়ী সহ আশপাশের ১০টি বাড়ী লকডাউন ঘোষনা করে।
এ সময় পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।