চুকনগরে মোটর সাইকেলের ধাক্কায় বাই সাইকেল আরোহী নিহত

চুকনগর(খুলনা) সংবাদদাতা: চুকনগরে মোটর সাইকেলের ধাক্কায় এক বাই সাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে চুকনর্গ খুলনা মহাসড়কের বরাতিয়া বিশ্বাস বাড়ি মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, বুধবার দুপুরে ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ মজুমদারের পুত্র সাবেক ইউপি সদস্য স্বপন মজুমদার (৫৫) কাঁঠালতলা বাজার হতে বাই সাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন। তিনি চুকনগর খুলনা মহাসড়কের বরাতিয়া বিশ্বাস বাড়ী মোড় নামক স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেল আরোহীর মোটর সাইকেলের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এসময় বাই সাইকেল আরোহী মহাসড়কের উপর ছিটকে পড়লে তার মাথায় আঘাত লাগে এবং প্রচন্ড রক্ত ক্ষরণ হতে থাকে। গুরুত্বর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যতর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর