পাটকেলঘাটায় করোনা উপসর্গ নিয়ে নৈশ প্রহরীর মৃত্যু প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০ | আপডেট: ২:৩১:অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০ সাতক্ষীরার পাটকেলঘাটায় করোনা উপসর্গ নিয়ে আব্দুর রহিম নামের এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সে পাটকেলঘাটা সদরের পশ্চিমপাড়া গ্রামের মৃত ওমর আলী সরদারের পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুর পূর্বে তিনি পাটকেলঘাটা বাজারে নৈশ প্রহরীর কাজে নিয়োজিত ছিলেন। তাঁর পুত্র বিল্লাল হোসেন জানায়, তার বাবা দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিল। মঙ্গলবার(২১ এপ্রিল) ভোর ৭টার সময় নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় মারা যান তিনি। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ(ওসি) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, যেহেতু তিনি শ্বাসকষ্ট জনিত কারনে মারা গেছেন, তাই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুকরোনা ভাইরাস সংবাদটি ১৯৩৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত পাটকেলঘাটা আল-আমিন ফাযিল মাদ্রাসার ৪০বছর পূর্তি পুনর্মিলনী