তালার বিভিন্ন স্থানে সেনাবাহিনী নিয়ে কঠোর অবস্থানে তালার এসিল্যান্ড: জরিমানা আদায় প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০ | আপডেট: ৯:১৭:অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০ মোঃ সাইদুজ্জামান শুভ: সম্প্রতি করোনা ভাইরাসের কারণে অসহায় খেটে খাওয়া মানুষের জীবন এখন হুমকির মুখে। নিম্ন শ্রেণীর মানুষের আয় উপার্জন প্রায় বন্ধ হতে চলছে। এরই মধ্যে করোনা ভাইরাসের কারণে দোকানপাট, খাবার হোটেল সব বন্ধ ঘোষণা করা হয়েছে। আর এ করোনা ভাইরাস মোকাবিলা করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। করোনা ভাইরাসের কারণে তিনি মাঠে নামার পর থেকে সেনাবাহিনী নিয়ে তালা উপজেলার বিভিন্ন স্থানে অকারণে ঘর থেকে মানুষ বের হওয়া রোধ করতে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজ পাটকেলঘাটা ইসলামকাটি, মাগুরা সহ বেশ কয়েকটি স্থানে খুব জোরালো অভিযান পরিচালনা করেন। এ সময় বিনা কারণে ঘর থেকে লোকজন বের হওয়াই তাদেরকে এক হাজার টাকা জরিমানা করা হয় ও দুইটি মামলা করা হয়। এ সময় তার সাথে সেনাবাহিনীর টহল দল উপস্থিত ছিল। সুন্দরবনটাইমস.কম কে তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম বলেন, আমি চেষ্টা করছি যারা অকারণে ঘর থেকে বের হচ্ছে তাদেরকে ঘরে ফেরানোর জন্য। তারপরও যারা অবাধ্য, কথা শুনছেন না, তাদেরকে জরিমানা, মামলার মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তালা উপজেলায় এ কার্যক্রম করে যাচ্ছেন এবং সেই সাথে সাথে তিনি গরীব অসহায় মানুষের জন্য জেলা প্রশাসকের নির্দেশে ত্রানও পৌঁছে দিচ্ছেন। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে তালা উপজেলাবাসী। সুন্দরবনটাইমস.কম/ভ্রাম্যমাণ প্রতিবেদক সংবাদটি ৬১৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব