স্টেডিয়াম নতুন তৈরির চেয়ে পুরাতনের সংস্কার জরুরি: আসিফ মাহমুদ প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪ | আপডেট: ৭:০৬:অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪ অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, স্টেডিয়াম নতুন তৈরি করার চেয়ে পুরাতনের সংস্কার ও রক্ষণাবেক্ষণ জরুরি। শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, বিগত সরকারের আমলে ক্রীড়া ক্ষেত্রে রাজনীতিকীকরণ করা হয়েছে। ক্রীড়া সংশ্লিষ্টরা নিজ নিজ জেলায় কিছু উন্নয়ন করলেও সামগ্রিকভাবে দেশের ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন হয়নি। জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে আজ সকালে কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় গুলিতে নিহত সাতক্ষীরার শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেছেন অন্তবর্তীকালিন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইঁয়া। আজ শনিবার সকালে দেবহাটা উপজেলার আস্কারপুরে শহীদ আসিফের বাড়িতে যান উপদেষ্টা। এসময় তার পিতাসহ স্বজনদের শান্তনা দেন। পরে শহীদ আসিফের করব জিয়ারত করেন। এর আগে উপজেলার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ আসিফ মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা নির্ধারণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইঁয়া বলেন, ছাত্র-জনতার আন্দোলনের বিনিময়ে আজকের এই স্বাধীনতায় দেবহাটা শহীদ আসিফদের অবদানের কথা ভুলে গেলে হবে না। তাদেরকে আমাদের প্রেরণা হিসাবে ধারণ করতে হবে। আমাদের যারা জাতীয় বীর এবং যারা শহীদ হয়েছে তাদের নামে স্টেডিয়ামের নামকরণ করা হবে। অনুষ্ঠিত মতবিনিয়ম সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীনের পরিচালনায় বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (উপ-সচিব) আবুল হাসানসহ অন্যরা। এসজি/ডেক্স সংবাদটি ৭৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়ায় শিশু কন্যাকে গলা কেটে হত্যা করলো পাষণ্ড মা পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত