সাতক্ষীরা-খুলনা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৬


সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার নওয়াপাড়া নামকস্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। রোববার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামের আহসান উল্লহ, কাকবাসিয়া গ্রামের ব্রজেন, রফিকুল, আমিন উদ্দিন, হোসেনপুরের ভুপাল ও কলারোয়ার তুলশিডাঙ্গা গ্রামের আলফাজ।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, সাতক্ষীরা থেকে একটি মাছবাহী ট্রাক খুলনায় যাওয়ার পথে মির্জাপুর নওয়াপাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক আরোহী মাছ ব্যবসায়ীরা আহত হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। বাকিদের সবধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।
সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা