সাতক্ষীরায় মৎস্যচাষী ও মৎস্য সেক্টরেরর বিভিন্ন অংশীজনদের সমন্বয়ে মতবিনিময় সভা প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২১ | আপডেট: ৭:২২:অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২১ সাতক্ষীরায় মৎস্যচাষী ও মৎস্য সেক্টরের বিভিন্ন অংশীজনদের সমন্বয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান। “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় মৎস্যচাষী ও মৎস্যজীবিসহ মৎস্য সেক্টরের বিভিন্ন অংশীজনদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি সাতক্ষীরার আয়োজনে সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনি খামারের উর্দ্ধতন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হাসান সাজ্জাদ, জেলা চিংড়ি হ্যাচারী মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, মৎস্য চাষী আশরাফুল করিম ধনী, মশিউর রহমান পলাশ, সাংবাদিক হাফিজুর রহমান মাসুম প্রমুখ। মৎস্য চাষীরা এ সময় তাদের বক্তব্যে মৎস্য খাতে সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের সমস্যার কথা তুলে ধরেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন সকলকে আশ^স্ত করেন। এছাড়া জাতীয় পর্যায়ের গুরুত্ব পূর্ণ বিষয়গুলো জেলা মৎস্য অফিসারকে উদ্ধর্তন কর্কৃপক্ষের দৃষ্টি আকর্ষনের জন্য নির্দেশনা প্রদান করেন। এসজি/ডেক্স সংবাদটি ২২২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়ায় শিশু কন্যাকে গলা কেটে হত্যা করলো পাষণ্ড মা পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত