সাতক্ষীরায় পলিথিন বহন করার দায়ে এক পরিবহন সুপারভাইজারের কারাদন্ড প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৯ | আপডেট: ৩:০৭:অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরায় পলিথিন বহন করার দায়ে হানিফ পরিবহনের সুপারভাইজার আবুল কালামকে (৫০) ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১২টায় র্যাব সাতক্ষীরা ক্যাম্পের এ.এস.পি শাহীনুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে,বিনেরপোতা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ঢাকা হতে সাতক্ষীরা গামী হানিফ পরিবহন তল্লাশি করে বাণিজ্যিক উদ্দেশ্যে নিয়ে আসা প্রায় ২০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ বহন করার অপরাধে হানিফ পরিবহনের সুপারভাইজার যশোরের কেশবপুরের কন্দপুরের মৃত গোলাম রহমান গাজীর ছেলে আবুল কালামকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারা লংঘন করায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্যা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা পলিথিন বহন করার দায়ে কারাদন্ড সংবাদটি ২৫২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন