সাতক্ষীরায় নদীর পাঁড় থেকে উদ্ধার হল ক্ষত-বিক্ষত শিশু! প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২২ | আপডেট: ১১:৪৪:অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২২ সাতক্ষীরা সদর উপজেলার মরিচ্চাপ নদীর পাঁড় থেকে ক্ষত-বিক্ষত অবস্থায় এক শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা । সোমবার(১৪ মার্চ) দুপুরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে । শিশুটির অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা বলে জানিয়েছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ । উদ্ধার হওয়া শিশুটির নাম আলিফ হোসেন ফারহান(০৭)। সে সাতক্ষীরা সদর উপজেলার চরবালিথা গ্রামের মঈনুদ্দীন সরদারের ছেলে। উদ্ধারকারীরা জানায়, দুপুরে মরিচ্চাপ নদীর পাঁড়ে উপুড় হয়ে শুয়ে থাকতে শিশুটিকে দেখি। পরে কাছে গিয়ে দেখি চোখে ধারালো কোন অস্ত্র দিয়ে তাকে রক্তাক্ত জখম করা হয়েছে। চোখে, ঠোটে ক্ষত-বিক্ষত করার চিহ্ন রয়েছে। এরপর তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুর পিতা মঈনুদ্দীন সরদার জানান, আমার প্রথম স্ত্রী শারমীন মারা যাওয়ার পরে শিশু ফারহান নানী সকিনা খাতুনের কাছে থাকত। সৎ মায়ের অত্যাচার ছেলেটাকে যেন সইতে না হয়, তার জন্য নানীর কাছে রাখা হয়েছিল। ফারহানকে হত্যার উদ্দেশ্যে কে এমন ভাবে তাকে রক্তাক্ত জখম করেছে তা বলতে পারব না। তবে শুনেছি তার মামি রাণী বেগম মাঝে মাঝে তার উপর অত্যাচার চালাত । সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক পারভীন আক্তার জানায়, চোখের গুরত্বর আঘাতের কারনে ফারহানের দুটো চোখই নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়া তার ঠোট, গলা ও গায়ের কয়েক জায়গায় কাটা দাগ রয়েছে। এ কারনে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবির জানান, স্থানীয়রা ঘটনাটি আমাকে জানিয়েছে । তবে এ বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোর কুমার/ডেক্স সংবাদটি ২১৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৫ সেনাসদস্য আহত গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল