সাতক্ষীরায় দু’টি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, মে ২৩, ২০২২ | আপডেট: ১:২০:অপরাহ্ণ, মে ২৩, ২০২২ সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে দু’টি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী রাবেয়া খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে কালিগঞ্জ ডিগ্রী কলেজের সামনে এঘটনা ঘটে। নিহত রাবেয়া সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের আবদুস সামাদের স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাবেয়া খাতুন আদালতে মামলায় হাজিরা দেয়ার জন্য একটি ভাড়ার মটর সাইকেলে সাতক্ষীরায় আসছিলেন। পতিমধ্যে সকাল সাড়ে ৭টার দিকে কালিগঞ্জ উপজেলাধীন সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কের কালিগঞ্জ ডিগ্রী কলেজের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির মটর সাইকলের সাথে তাকে বহনকারি গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটর সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন আরোহী রাবেয়া খাতুন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এসজি/ডেক্স সংবাদটি ৩৫০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৬ সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি গঠন