সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মোট ৯ জনের মৃত্যু প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জুন ২৪, ২০২১ | আপডেট: ৮:০৫:অপরাহ্ণ, জুন ২৪, ২০২১ সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই উপসর্গ নিয়ে মারা গেছেন। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, জেলায় এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৩ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ২৯৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ২৯৩ জনের নমুনা পরীক্ষা শেষে ১২২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা জানান, বর্তমানে মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ৩৯১ জন করোনা ও করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এর মধ্যে ৪১ জন পজেটিভ রোগী ও বাকীরা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৮৬ জন।এছাড়া জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৭ জন। এ সজি/ডেক্স সংবাদটি ২৮৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ঢাকাস্থ পাটকেলঘাটা থানা সমিতির কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক রাশেদ তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম