সাতক্ষীরায় করোনা পজেটিভ রোগীর তালিকা: ২৬ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত: মোট ৮০ প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০ | আপডেট: ১০:০৮:অপরাহ্ণ, জুন ১৫, ২০২০ সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য মতে ২৬ এপ্রিল থেকে ১৪ জুন’২০২০ পর্যন্ত সাতক্ষীরা জেলায় করোনাভাইরাস(কোভিড১৯) পজিটিভ রোগীর এলাকাভিত্তিক বিবরণে মোট ৮০জনকে দেখানো হয়েছে। এলাকাভিত্তিক করোনা পজেটিভ রোগীর সংখ্যা হলো: সাতক্ষীরা সদরে ১৬ জন। এর মধ্যে লাবসা ১, ঘোনা ১, মুন্সিপাড়া ৪, দেবনগর ৪, পুলিশ ১, মুনজিতপুর ২, পলাশপোল ১, কাটিয়া ১, শিবপুর ১ জন। তালা উপজেলায় ১১জন। এর মধ্যে তেতুলিয়া ১, সরুলিয়া ২, খলিষখালি ১, কাটাখালি ১, নগরঘাটা ২, মাগুরা ১, কিসমতঘোনা ১, জালালপুর ২ জন। কলারোয়া উপজেলায় ১০ জন। এর মধ্যে বাটরা ১, দেয়াড়া ২, মাহমুদপুর ১, ডারকি ১, হিজলদি ১, চন্দনপুর ১, নাথপুর ২, শ্রীপতিপুর ১ জন। কালিগঞ্জ উপজেলায় ৫ জন। এর মধ্যে নলতা ১, নওয়াপাড়া ১, কুশলিয়া ১, মথুরেশপুর ১, ভাড়াশিমলা ১ জন। দেবহাটা উপজেলায় ৩১ জন। এর মধ্যে সখিপুর ২, বদরতলা ১, পারুলিয়া ১, টাউন ২, তিলকুড়া ১, বিভিন্ন শ্রমিক ২৪ জন। আশাশুনি উপজেলায় ৪ জন। এর মধ্যে সোদকোনা ১, বাবুলিয়া ১, তুয়ারডাংগা ১, কদমদহ ১ জন। শ্যামনগর উপজেলায় ৩ জন। এর মধ্যে ঈশ্বরিপুর ১, আটুলিয়া ১ ও মুন্সিগঞ্জে ১ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। করোনা ভাইরাসসাতক্ষীরায় করোনা আক্রান্ত সংবাদটি ৯২৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়ায় শিশু কন্যাকে গলা কেটে হত্যা করলো পাষণ্ড মা পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত