সাতক্ষীরায় ঈগল পরিবহনের পিছনে পিষ্ট হয়ে হেলপার নিহত প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২২ | আপডেট: ৪:২৬:অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২২ প্রতিকী ছবি ঈগল পরিবহন পরিষ্কার করার সময় একই গাড়ির পিছনে চাপা খেয়ে ওই পরিবহনের হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা শহরের রাধানগরের ঈগল পরিবহন কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম তানভির হোসেন(২৬)। তার বাড়ি খুলনা শহরের সোনাডাঙায়। ঈগল পরিবহনের সাতক্ষীরার রাধানগর কাউন্টারের ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলামজানান, বৃহষ্পতিবার সকালে ঈগল পরিবহনের ঢাকা মেট্রো -ব-১৪-৩০৩৫ নং কোচটি পানি দিয়ে পরিষ্কার করছিলেন ওই গাড়িরই হেলপার তানভির হোসেন। পিছনের চাকা ধোঁয়ার সময় চালক রতন গাড়ি নিউট্রাল করতে গেলে গাড়িটি পিছনের দিকে গড়িয়ে গেলে দেয়ালে সঙ্গে মাথায় চাপ খেয়ে ঘটনাস্থলেই মারা যায় তানভির। সাতক্ষীরা সদর থানার কর্তব্যরত অফিসার উপ-পরিদর্শক অহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘনা কবলিত পরিবহনটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। সংবাদটি ৩৯৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৫ সেনাসদস্য আহত গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল