সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত এলাকা থেকে ১৫ কেজি রুপা জব্দ

সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত এলাকা থেকে ১৫ কেজি রুপা জব্দ করেছে বিজিবি। শুক্রবার বিকেলে কালিয়ানী গ্রামের একটি পুকুর থেকে রুপার বলগুলো জব্দ করা হয়। রুপার বলগুলো একটি ব্যাগের মধ্যে ছিল বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কোন ব্যক্তি আটক হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানী বিওপির টহল দল কালিয়ানী জেলে পুকুর নামের একটি পুকুরে অভিযান চালায়। এসময় পুকুরে রক্ষিত একটি ব্যাগের মধ্যে ১৫ কেজি রুপা পাওয়া যায়। রুপার মুল্য প্রায় ২০ লাখ টাকা। তবে রুপা চোরাচালানের অভিযোগে কোন ব্যক্তি আটক হননি। জব্দকৃত রুপা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।
এসজি/ডেক্স