সাতক্ষীরায় মৃদু শৈত্যপ্রবাহে শীতের তীব্রতা দিন দিন আরো বাড়ছে প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫ | আপডেট: ২:৫০:অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫ হিমশীতল বাতাস ও মৃদু শৈত্যপ্রবাহ কারনে সাতক্ষীরায় শীতের তীব্রতা দিন দিন আরো বাড়ছে। টানা কয়েক দিন ধরে ক্রমশই কমছে রাতের তাপমাত্রা। কনকনে শীতে সাধারণ মানুষ কাহিল হয়ে পড়েছে। কনকনে ঠান্ডায় শীতবস্ত্রের অভাবে কষ্টে পড়েছে হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ গুলো। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে সাতক্ষীরা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা জুলফিকার আলী রিপন আবহাওয়ারি বিষয়টি নিশ্চিত করে জানান, হিমশীতল বাতাস ও মৃদু শৈত্যপ্রবাহ কারনে সাতক্ষীরায় শীতের তীব্রতা দিন দিন আরো বাড়ছে। সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস আর সকাল ৯ টার সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে ভ্যান চালক আব্দুর রহিম, কামরুল ইসলামসহ একাধিক চালকরা জানান, সকালে কোন ভাড়া পাচ্ছি না। শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। আয় রোজগার একদম কমে গেছে। সংসার চালাতে পারছি না। শহরের বিনেরপোতায় এলাকায় শ্রমজীবী শামসুর রহমান,কারিম গাজি,বাবুলসহ অনেকেই জানান,হিমেল হাওয়া আর কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তারা পরিবারের চাহিদা মেটাতে অনেকেই শীত উপেক্ষা করে শ্রমজীবী মানুষ ছুটছেন কাজের সন্ধানে। দ্রুত শীত বস্ত্র বিতারণের আহবান জানান তারা। এদিকে, সীমান্ত জেলা সাতক্ষীরায় শীতের তীব্রতা বাড়ার কারনে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, শিশিু হাসপাতালসহ বেসরকারি ক্লিনিক গুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। চিকিৎকরা জানান, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ শীতজনিত রোগীর সংখ্যা। প্রতিদিনই শীতজনিত রোগীরা ভর্তি হচ্ছেন। এদের মধ্যে অধিকাংশই শিশু। সাতক্ষীরা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস আর সকাল ৯ টার সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ। তিনি আরও জানান, তাপমাত্রা আরো কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, বর্তমানে সাতক্ষীরা জেলাজুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বিকাল থেকে শীতল বাতাসের প্রবাহ বাড়ছে এবং রাতের তাপমাত্রা আরো কমতে শুরু করেছে। এসজি/ডেক্স সংবাদটি ১০৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়ায় শিশু কন্যাকে গলা কেটে হত্যা করলো পাষণ্ড মা পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত