সাতক্ষীরায় তিনদিন ব্যাপী আম মেলার উদ্বোধন প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, মে ২৫, ২০২৪ | আপডেট: ৫:৩৯:অপরাহ্ণ, মে ২৫, ২০২৪ “সাতক্ষীরার আম সুস্বাদু হিমসাগর তার নাম” এই শ্লোগানে, জেলায় তিনদিন ব্যাপী আম মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ মে) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির আয়োজনে খামারবাড়ি চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে তিনদিন ব্যাপী আম মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি উপ-পরিচালক কৃষিবীদ মোহাম্মদ সাইফুল ইসলামসহ আরো অনেকে। এসময় তিনদিন ব্যাপী আম মেলায় ৩৫-৪০ প্রজাতির আম প্রদর্শনী করা হয়। এসজি/ডেক্স সংবাদটি ২১৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ঢাকাস্থ পাটকেলঘাটা থানা সমিতির কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক রাশেদ তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম