মৃত্তিকা দিবসে পদক পেলেন ডুমুরিয়া কৃষি কর্মকর্তা প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২১ | আপডেট: ২:২৮:অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২১ বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে রবিবার সকাল ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে থেকে লবণাক্ত এলাকায় কৃষিতে অসাধারণ অবদান রাখায় খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেনকে সয়েল কেয়ার এ্যওয়ার্ড প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী মোঃ শাহাবুদ্দিন, কৃষি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসআরডিআই এর মহাপরিচালক বিধান ভান্ডার। এ ব্যাপারে কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন বলেন, এই অর্জন ডুমুরিয়ার সকল কৃষকের। তিনি বলেন মাননীয় মন্ত্রী আমাকে পুরস্কৃত করায় আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আগামীতে এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করব। সংবাদটি ৩৩৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়