ভোমরা সীমান্তে ভারতীয় নারী দালালসহ দুইজন আটক

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪ | আপডেট: ১:২৭:অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪

সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে চাকরির জন্য অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় নারী দালালসহ দুইজনকে আটক করেছে বিজিবির সদস্যরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে ভোমরা লক্ষীদাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার সোনাখালী গ্রামের অন্নদা মণ্ডলের ছেলে তরুন কান্তি মন্ডল (৩২) ও নারী দালাল ভারতের বসিরহাট থানার ঘোজাডাঙ্গা গ্রামের উত্তম মল্লিকের মেয়ে শ্রীমতি কল্যাণী সরকার (২৫)।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ভোমরা বিওপির একটি বিশেষ দল বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী থেকে তরুন কান্তি মন্ডল এবং পাচারকারী ভারতীয় নাগরিক শ্রীমতি কল্যাণী সরকারকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় আটক করা হয়। ভারতীয় নাগরিকের ব্যাগ তল্লাশি করে একটি মোবাইল ফোন ও একটি ভারতীয় পরিচয় পত্র পাওয়া গেছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আশরাফুল হক বলেন, পাসপোর্টবিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স