প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলার মামলার আসামী যুবদল নেতা লাকীর মৃত্যু প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২২ | আপডেট: ৬:৩৮:অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২২ ফাইল ছবি। সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার সাজাপ্রাপ্ত আসামী জাভিদ রায়হান লাকী (৪৫) সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের মারা গেছেন। শনিবার (২৭ আগস্ট) ভোর রাতে জাভিদ রায়হান লাকী কারা হেফাজতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। তিনি কলারোয়া পৌর যুবদলের সাবেক আহবায়ক ছিলেন। সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান,জাভিদ রায়হান লাকী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলায় ৪ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী হিসেবে কারাগারে ছিলেন। দীঘ দিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রাছিলেন। তাকে ২৪ অক্টোবর সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। এর আগে তাকে দু’দফায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আল আহমেদ আল মাসুদ জানান, জাভিদ রায়হান লাকী ডায়াবেটিস, ফুসফুসের ইনফেকশান সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। এসজি/ডেক্স সংবাদটি ২১৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন