পাটকেলঘাটায় ৫ আসামী গ্রেফতার প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২২ | আপডেট: ৫:০১:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২২ সাতক্ষীরার পাটকেলঘাটায় ওয়ারেন্টভুক্ত ৫জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(১১ ফেব্রুয়ারী) রাতে থানার খলিষখালী ও সরুলিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের মধ্যে একজন ছয়মাসের সাজাপ্রাপ্ত বলে জানা গেছে। গ্রেফতারকৃতরা হল, থানার খলিষখালী ইউনিয়নের টিকারামপুর গ্রামের আলিম বিশ্বাসের ছেলে আল আমিন বিশ্বাস(২৫) ও হাজরাপাড়া গ্রামের কাশেম মোড়লের ছেলে বাবলুর রহমান মোড়ল(৩৪), সরুলিয়া ইউনিয়নের চৌগাছা গ্রামের হায়দার আলীর ছেলে টিপু সুলতান(৩৯), ধানদিয়া ইউনিয়নের সেনেরগাঁতী গ্রামের ছমির মোড়লের ছেলে ইয়াছিন মোড়ল(৩৪) ও একই এলাকার নুর ইসলামের ছেলে জাকির সরদার(৩৮)। পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৫জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে আলামিন নামে এক আসামী একটি মামলায় ছয় মাসের সাজা প্রাপ্ত। শনিবার(১২ ফেব্রুয়ারী) সকালে আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সংবাদটি ৮৫৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত পাটকেলঘাটা আল-আমিন ফাযিল মাদ্রাসার ৪০বছর পূর্তি পুনর্মিলনী