পাটকেলঘাটায় সাবেক ছাত্রলীগ নেতাদের আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০ | আপডেট: ৭:৪৩:অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০ কুষ্টিয়ায় রাতের আধারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্ষ অবমাননা ও ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরার পাটকেলঘাটায় সাবেক ছাত্রলীগ নেতাদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১১ ডিসেম্বর) বিকাল ৪টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় তালা উপজেলা ও পাটকেলঘাটার সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমান আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলটি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড়ে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিন্টুর সভাপতিত্বে ও সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মাসুদ আল কবির রাজনের পরিচালনায় বক্তব্য রাখেন, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক শাহীদুজ্জামান পাইলট, তালা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মশিউর আলম সুমন, যুবলীগ নেতা আবু হোসেন, শেখ আব্দরু রশিদ, তরিকুল ইসলাম, তালা উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক গৌতম কর্মকার, আওয়ামী তরুণ লীগের আহবায়ক মেহেদী হাসান, সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ইকরামুল ইসলাম, ইমরান হোসেন, শাহীন প্রমূখ। সংবাদটি ৭৫৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত পাটকেলঘাটা আল-আমিন ফাযিল মাদ্রাসার ৪০বছর পূর্তি পুনর্মিলনী