পাটকেলঘাটায় মোটরসাইকেল থেকে ছিটকে স্ত্রী নিহত, স্বামী আহত প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০ | আপডেট: ৮:৩৮:অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটায় ব্রীজের কার্নিশে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী স্ত্রীর করুন মৃত্যু হয়েছে। মোটরসাইকেল চালক স্বামী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি সোমবার(১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাকদাহ ব্রীজের উপর ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী সাতক্ষীরার আশাশুনি যাচ্ছিলেন। এ সময় খুলনা সাতক্ষীরা মহাসড়কের শাকদহ ব্রীজের নিকট পৌছালে ব্রীজের কার্নিশে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী স্ত্রী সামছুনাহার(৩৮) ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় তার স্বামী আসাদুর রহমান মারাত্বক আহত হয়। স্থানীয়রা লাশ উদ্ধার করে ভ্যানযোগে সাতক্ষীরা ইসলামি হাসপাতালে পাঠিয়েছেন এবং আহত আসাদুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তাদের বাড়ি আশাশুনি গার্লস স্কুলের পাশে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। সড়ক দূর্ঘটনা সংবাদটি ৯৪৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ঢাকাস্থ পাটকেলঘাটা থানা সমিতির কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক রাশেদ পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত