পাটকেলঘাটায় বিদেশী মদ উদ্ধার, আটক- ১ প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জুন ৯, ২০২১ | আপডেট: ৭:৪৩:অপরাহ্ণ, জুন ৯, ২০২১ গোপনে মাদক পরিবহনের সময় সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় তিন বোতল বিদেশী মদ সহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম রবিউল ইসলাম(৪৫)। সে যশোর জেলার ঝিকরগাছা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, মঙ্গলবার(৮ জুন) সন্ধ্যার দিকে পাটকেলঘাটার ওভারব্রীজ এলাকার চেকপোস্টে ডিউটিরত অবস্থায় তাকে আটক করা হয়।। এসময় তার কাছে ব্যাগে রাখা ৩ (তিন) বোতল বিদেশী মদ উদ্ধার করা হয় । পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা(নং-১) দায়ের করা হয়েছে। বুধবার(৯ জুন) সকালে তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। কেকে/ডেক্স সংবাদটি ৬৬৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ঢাকাস্থ পাটকেলঘাটা থানা সমিতির কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক রাশেদ পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত