পাটকেলঘাটায় ফেন্সিডিল সহ মাদক বিক্রেতা আটক

পাটকেলঘাটায় ফেন্সিডিল সহ মাদক বিক্রেতা অসীম সাধু ওরফে ডবলু আটক।
সাতক্ষীরার পাটকেলঘাটায় ৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রি করে আসছিল পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের শংকর সাধুর ছেলে অসীম সাধু ওরফে ডবলু(৩৫)। বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা বলফিল্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, আসামি মাদক ব্যবসায়ী অসিম সাধু ওরফে ডবলু কে পাটকেলঘাটা বলফিল্ড এলাকা থেকে মাদক বিক্রিরত অবস্থায় হাতে নাতে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্ততি চলছে।
এসজি/ডেক্স