পাটকেলঘাটায় কৃষকদের মাঝে সেনাবাহিনীর বীজ বিতরণ শুরু প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, মে ৬, ২০২০ | আপডেট: ৬:২৩:অপরাহ্ণ, মে ৬, ২০২০ করোনাভাইরাস প্রাদুর্ভাবে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার দু’টি স্থানে কৃষকদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে বীজ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। বুধবার(৬ মে) সকালে থানার ত্রিশমাইল ও পাটকেলঘাটায় সেনাসদস্যদের পৃথক দু’টি টিম উক্ত বীজ বিতরণ কার্যক্রম শুরু করে। এ সময় কৃষকদের হাতে লাউ, মিস্টি কুমড়া, ঢ়েরশ, পুইঁশাক, লালশাকসহ বিভিন্ন সবজির বীজ তুলে দেওয়া হয়। পাটকেলঘাটা এলাকায় বীজ বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন ক্যাপ্টেন সাকিব এবং ত্রিশমাইলে নেতৃত্ব দেন ক্যাপ্টেন জিসান। সেনাবাহিনীর পক্ষ থেকে কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য পতিত জমিসহ কোন জমি ফেলে না রাখার আহবান জানানো হয়। পর্যায়ক্রমে জেলার বিভিন্নস্থানে উক্ত বীজ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান ক্যাপ্টেন জিসান। করোনা ভাইরাস সংবাদটি ৩০২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত পাটকেলঘাটা আল-আমিন ফাযিল মাদ্রাসার ৪০বছর পূর্তি পুনর্মিলনী